• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কালীগঞ্জে মুজিবনগর দিবসের আলোচনা 

  • ''
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২৪

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা সকল কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলু। 

দিবসটির তাৎপর্য তুলে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সাংবাদিক ওমর আলী মোল্লা প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads